করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা সংক্রমণের ১৬তম দিন পূর্ণ হয়েছে শনিবার। দেশটির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে বেড সংকট।
এ ব্যাপারে দ্য কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানিয়েছে, শুক্রবার মধ্যরাত পর্যন্ত ৩০৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের অধিকাংশ রাজধানী সিউল ও আশেপাশের এলাকার বাসিন্দা।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিউলে জটিল রোগীদের বেলায় এখন হাসপাতালে মাত্র ৪ দশমিক ৫ শতাংশ বেড খালি আছে। অথচ গত সপ্তাহে এই হার ছিল ২২ শতাংশ।
মন্ত্রণালয়ের গণস্বাস্থ্য নীতি বিভাগের মহাপরিচালক ইয়ুন তায়ে-হো বলেন, ‘বৃহত্তর সিউলে জটিল রোগীদের জন্য মাত্র ১৫টি বেড খালি আছে। অথচ গুরুতর অবস্থায় থাকা বিপুল সংখ্যক রোগী রয়েছে যাদেরকে হাসপাতালে ভর্তি প্রয়োজন।’
দেশটির গির্জা, অফিস, নার্সিং হোম ও চিকিৎসাকেন্দ্রগুলোতে করোনাভাইরাস সংক্রমণ ঘটিয়ে যাচ্ছে।