ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের বাড়িতে করোনার হানা দেখা দিয়েছে। গতকাল শনিবার দক্ষিণ মুম্বাইয়ের চম্বালা হিলস এলাকায় পেডার রোডের ওপর প্রভুকুঞ্জ বহুতল সিল করে দেন পৌরকর্মীরা। আর এই বাড়িতেই থাকেন লতা মঙ্গেশকর। সেখানকার পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
মঙ্গেশকর পরিবারের তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, প্রভুকুঞ্জ সীল করা হয়েছে কিনা তা জানতে আমরা সন্ধ্যা থেকে অসংখ্য কল পেয়েছি। বিল্ডিং সোসাইটি এবং বিএমসি মহামারির শুরু থেকেই বাড়িটি সিল করে দিয়েছে কারণ আমাদের বাড়িতে এবং বিল্ডিং-এ প্রবীণ নাগরিক আছেন। তাই সাবধানতা অবলম্বন করা বাধ্যতামূলক। এমনকি গণেশ উৎসবের আয়োজনও খুব সাধারণ ছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দয়া করে শোনা কথায় কান দেবেন না, বিশেষ করে আমাদের পরিবারের ব্যাপারে। আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি প্রবীণ নাগরিকদের নিরাপদে রাখার জন্য। সৃষ্টিকর্তার দয়ায় ও সবার শুভকামনায় আমাদের পরিবার সুস্থ আছে।