নাব্যতা সঙ্কটের কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৬টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে চলাচল করছে।
এ নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ৫টি চলাচল করছে। আর ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪শ’ স্পিডবোট চলাচলা করছে। ফেরি চলাচলে বিঘ্ন হওয়ায় লঞ্চ ও স্পিডবোটে ভিড় বেড়েছে।
দু’পাড়ে সহস্রাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার মানুষ।