ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিধবা এক নারীকে (২৭) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার পাচুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে অবস্থিত একটি জুট মিলের শ্রমিক হিসেবে কাজ করেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, আলফাডাঙ্গা ইউনিয়নের যোগিবরাট গ্রামের আরিফুর রহমান, একই গ্রামের রতন শেখের ছেলে গিয়াস শেখ ও কুদ্দুস শেখের ছেলে ইস্রাফিল।
জানা গেছে, সোমবার রাতের শিফটে কাজ শেষ করে ওই নারী মিলের ট্রলি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সবাই নেমে যাওয়ার পর তিনি গাড়িতে একাই ছিলেন। এই সুযোগে রাত ১১টার দিকে ওই নারীকে নিয়ে গাড়ি চালকসহ চারজন একটি ফাঁকা মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
পরে ওই নারী শ্রমিককে তার বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। বাড়ি ফিরে ভুক্তভোগী নারী বিষয়টি তার স্বজনদের জানান। মঙ্গলবার সকালে থানা পুলিশের কাছে অভিযোগ করা হয়।
সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়। এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। এছাড়া অপর ধর্ষক আবদুল্লাহকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গণধর্ষণের শিকার নারী শ্রমিককে ফরেনসিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।