Monday , December 30 2024
Breaking News

ডারবান সমুদ্র সৈকতে সবচেয়ে বিষাক্ত সাপ কালো মাম্বা(ভিডিও)

দক্ষিণ আফ্রিকার ডারবান সমুদ্র সৈকতে দেখতে পাওয়া গেল পৃথিবীর সবচেয়ে বিষাক্ত কালো মাম্বা সাপ, যা দেখে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়েছে। মনে করা হচ্ছে সমুদ্রের জোয়ারের পানিতে বিষাক্ত সাপটি সমুদ্র উপকূলে ভেসে এসেছে। সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্কর সেই সাপের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যেখানে দেখা যাচ্ছে যে, ডারবানের অ্যাডিংটন সমুদ্র সৈকতে গত রবিবার দুপুরে বিষাক্ত কালো মাম্বা সাপটি সাঁতার কাটছে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে দক্ষিণ আফ্রিকার অ্যাসোসিয়েশন অব মেরিন বায়োলজিক্যাল রিসার্চ। এই সংস্থার আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে আসে এবং ভয়ঙ্কর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

এই ঘটনার পর অনেকেই এখন সমুদ্র সৈকতে যেতে ভয় পাচ্ছেন। সংস্থার তরফে খোঁজ চালানো হচ্ছে যে, আর কোনও মাম্বা সাপ সৈকতে ভেসে এসেছে কিনা? দক্ষিণ আফ্রিকার অ্যাসোসিয়েশন অব মেরিন বায়োলজিক্যাল রিসার্চের সংরক্ষণের অন্যতম আধিকারিক ডা. জুডি মান বলেছেন, সাপটির স্বাস্থ্য পরীক্ষার পর বর্তমানে একটি সাধারণ ঘরে রাখা হয়েছে।
ডা জুডি বলেছেন, সাপটি যেহেতু সামুদ্রিক প্রাণী নয়, তাই এটি গভীর সমুদ্রে সাঁতার কাটতে কাটতে বেশ দুর্বল হয়ে গেছে। তাই সাপটি বর্তমানে শরীরে পানি শূন্যতায় ভুগছে। সাপটির পানি শূন্যতা কেটে উঠলে আবার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, কালো মাম্বা এলাপিড পরিবারভুক্ত এক প্রজাতির বিষধর সাপ। এটিকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ বলা হয়। এটি আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর সাপ। আফ্রিকার একটি বড় অঞ্চলজুড়ে ভয়ঙ্কর এই সাপের বিস্তৃতি লক্ষ্য করা যায়। কালো মাম্বা দেখা যায় ইথিওপিয়া, কেনিয়া, বতসোয়ানা, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, অ্যাঙ্গোলা, নামিবিয়া, মালাউই, মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং কঙ্গোতে। ডারবান সৈকতে কীভাবে এটি ভেসে এল সেটাই ভাবাচ্ছে পশুপ্রেমীদের। জোয়ারের পানিতে এসেছে নাকি এর পিছনে অন্য কারণ তা দেখা হচ্ছে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.