দিনাজপুর সদর হাসপাতালে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। দিনাজপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ১ ঘন্টা পর আগুন নিভাতে সক্ষম হয়। আগুন লাগার পর বিভিন্ন ওয়ার্ডের ৭০ জন রোগীকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়। সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার সন্ধার আগে ৬টার দিকে হাসপাতালের নীচতলায় স্টোররুমের মালামাল রাখার স্থানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এদিকে আগুন লাগার পর পরই জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, হাসপাতালের তত্বাবধায়ক ডা. আহাদ আলী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারসহ স্বাস্থ্যবিভাগের বিভিন্ন কর্মকর্তা পরিদর্শন করেন।
জানা যায়, বুধবার ৬টার দিকে দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিচতলায় স্টোর রুমে আগুন লেগেছে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, আগুন লাগার সাথে সাথে হাসপাতালের চিকিৎসাধীন ৭০ জন রোগীকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সন্ধার পর ৭ টায় আগুনে নিয়ন্ত্রণে আসে।