সংস্কারের এক মাস না যেতেই ফের সেতুতে বড় বড় গর্ত সৃষ্টি, পাটাতন উঠে যাওয়া এবং রেলিং ভেঙে যাওয়ায় ফের কালুরঘাট সেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আগামী ০৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিন যান চলাচল বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান জানান, কালুরঘাটের ব্রিজে ফের মেরামতের জন্য রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল ৫ দিন বন্ধ থাকবে।
৯০ বছর বয়সী মেয়াদোত্তীর্ণ সেতুর ওপর দিয়ে ঝুঁকি ও ভোগান্তি মাথায় নিয়ে দিনে প্রায় ১ লাখ লোক এই সেতু ব্যবহার করছে। বোয়ালখালী ও পটিয়ার তিন ইউনিয়নের প্রায় ২০ লাখ মানুষ এই সেতুর ওপর সরাসরি নির্ভরশীল।