চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আটটি দেশ থেকে বেইজিংয়ে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের অনুমোদন দিয়েছে। তাতে করোনাভাইরাস মহামারিতে বন্ধ হওয়ার পর কম্বোডিয়ার নমফেন থেকে প্রথমবার আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে বেইজিংয়ে।
কম্বোডিয়া ছাড়াও গ্রিস, ডেনমার্ক, থাইল্যান্ড, অস্ট্রিয়া ও কানাডা ও সুইডেন থেকে বেইজিং পর্যন্ত সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলো বৃহস্পতিবার।
প্লেনে ওঠার আগে যাত্রীদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে এবং বেইজিংয়ে পৌঁছে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।