Sunday , December 22 2024
Breaking News

ইউএনও ওয়াহিদা খানমের মধ্যে সংক্রমণের কোনো লক্ষণ নাই

বাংলার প্রবাহ রিপোর্ট: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের মধ্যে সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি। ৭২ ঘণ্টা শেষ হলে বিস্তারিত জানা যাবে। প্রয়োজন হলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। আজ রবিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেছেন।

সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইউএনও ওয়াহিদা খানমকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হবে। আমরা এখানকার মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করেছি। এখনই বিদেশ দেওয়ার প্রয়োজন নেই বলে তারা জানিয়েছেন। ভবিষ্যতে প্রয়োজন হলে ইউএনও ওয়াহিদা খানমকে বিদেশে নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেন্টিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হামলাকারীরা। ভিতরে ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন। ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলার প্রবাহ/এস এম হক

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.