বাংলার প্রবাহ রিপোর্ট: বিশ্বের মধ্যে বাংলাদেশে সবচেয়ে দ্রুতগতিতে রূপ পাল্টাচ্ছে করোনা ভাইরাস। জিনোম সিকোয়েন্সিং করে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ- বিসিএসআইআর।
দেশের আট বিভাগের ৩০০টি ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং তথ্য বিশ্লেষণ করে বিসিএসআইআর বলেছে, সারাবিশ্বে নমুনা প্রতি মিউটেশন হার ৭ দশমিক ২৩, তবে বাংলাদেশে তা ১২ দশমিক ৬০। ফলে সার্স কোভিড ২ ভাইরাসটি প্রতিনিয়ত তার বৈশিষ্ট্য বদলাচ্ছে এখানে। সবগুলো নমুনাতেই ৪টি মিউটেশনের পুনরাবৃত্তি পেয়েছেন বিজ্ঞানীরা।
বাংলার প্রবাহ/এস এম হক