বাংলার প্রবাহ রিপোর্ট: ফের বিস্ফোরণ আফগান মুলুকে। এবার হামলা চালানো হল দেশটির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালাহর গাড়ি বহর লক্ষ্য করে।
এই হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত ৩১ জন। বুধবার এই হামলার ঘটনা ঘটে।
তবে হামলায় সালাহর কোনও ক্ষতি হয়নি বলে জানা গেছে। তার মিডিয়া অফিসের প্রধান রাজওয়ান মুরাদ জানিয়েছেন, “এই জঙ্গি হামলা ব্যর্থ হয়েছে এবং সালহ নিরাপদ ও সুস্থ রয়েছেন”।
আবদুল্লাহ নামে এক দোকানি জানিয়েছেন, বিস্ফোরণের জেরে তার দোকানের জানলাগুলো ভেঙে গেছে। একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানেও বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় বলে জানান তিনি।
তালেবানেরা এই হামলার দায় স্বীকার করেনি। উল্টো সংগঠনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেছেন, এই হামলায় তাদের কোওন দায় নেই।
অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবার হামলা চালানো হয়েছে আমরুল্লাহ সালাহর ওপর। গত বছর রাষ্ট্রপতি নির্বাচনের আগে হামলার মুখে পড়েছিলেন তিনি। সেই হামলায় মৃত্যু হয়েছিল ২০ জনের এবং আহত হয়েছিলেন আরও ৫০ জন। সূত্র: গ্লোবাল নিউজ
বাংলার প্রবাহ/এস এম হক