বাংলার প্রবাহ রিপোর্ট: পিরোজপুরের স্বরুপকাঠীতে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের। বৃহস্পতিবার রাতে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের পূর্ব জৌসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলাম মোল্লা (৬২) জেলার স্বরুপকাঠী উপজেলার জলাবাড়ি ইউনিয়নের পূর্ব জৌসার এলাকার হরমুজ মোল্লার পুত্র।
জলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিষ বড়াল জানান, স্থানীয় অটোরিক্সা চালানোর বিরোধকে কেন্দ্র করে পূর্ব জৌসার বাজার এলাকা রাতে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলাম মোল্লাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় ও তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে স্বারুপকাঠী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বরুপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. বুলবুল জানান, নিহত নুরুল ইসলাম মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
স্বরুপকাঠী থানার ওসি আবীর মো: হাসান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং এ ঘটনায় জড়িতদেও আটকের চেষ্টা চলছে।
বাংলার প্রবাহ/এস এম হক