বাংলার প্রবাহ রিপোর্ট: মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী মধ্যপাড়া গ্রামে আবুল বাসার হাওলাদার (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার গভীর রাতে তাকে কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা।
নিহত আবুল বাসার একই গ্রামের আলেম হাওলাদারের ছেলে। রবিবার সকালে পুলিশ রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী মধ্যপাড়া গ্রামে আলেম হাওলাদারের ছেলে মো. আবুল বাসার হাওলাদার দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন হয়ে এলাকায় ভিক্ষাবৃত্তি করে রাতে ওই এলাকার কয়েকটি মুদি দোকানের পাশে একটি বেঞ্চে ঘুমাতো।
প্রতিদিনের মত ভিক্ষাবৃত্তি শেষে শনিবার রাতে ওই একই বেঞ্চে রাত্রিযাপনকালে দুবৃর্ত্তরা আবুল বাসার হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। রবিবার সকালে এলাকাবাসী আবুল বাসারের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এলাকাবাসী জানায়, উক্ত স্থানে মুদি দোকানের মালামাল চুরি করতে আসা দুবৃর্ত্তরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
নিহতের স্ত্রী রাসিদা বেগম জানান, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাই।
রাজৈর থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।
বাংলার প্রবাহ/এস এম হক