বাংলার প্রবাহ রিপোর্ট: ২০২০-২১ মৌসুম শুরুর আগে একমাত্র প্রাক-মৌসুম ম্যাচে বড় জয় পেয়েছে স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এদিন রিয়ালের হয়ে করিম বেনজেমা একই চার গোল করেছেন।
নিজেদের অনুশীলন মাঠ স্তাদিও আলফ্রেদো দি স্তেফানোতে গেটাফের মুখোমুখি হয় রিয়াল। যেখানে শেষ বাঁশি বাজলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গ্যালাকটিকোরা।
ম্যাচে বেনজেমা চার গোলে মাতিয়ে রাখেন স্বাগতিক শিবির। দলের অন্য দুটি গোল করেন সার্জিও রামোস ও সার্জিও আরিবাস।
ম্যাচটি দর্শকশূন্য অবস্থায় খেলা হয়। এমনকি খেলায় কোনো সংবাদমাধ্যম অথবা টিভি ক্যামেরারও অনুমতি ছিল না।
আগামী রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রিয়াল।
বাংলার প্রবাহ/এস এম হক