Sunday , December 22 2024
Breaking News

যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলে হামলা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। স্কুল প্রাঙ্গণে পৌঁছানোর পরও বন্দুকধারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করেছিল পুলিশ। এর জন্য ইউভালডে স্কুল পুলিশ বাহিনীর প্রধানকে দায়ী করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও স্বীকার করেছে ইউভালডে স্কুল পুলিশ বাহিনীর প্রধানই অন্য পুলিশ সদস্যদের স্কুলের ভেতরে ঢুকে অভিযান শুরুর নির্দেশ দিতে দেরি করেছিলেন। খবর সিএনএনের।

গত মঙ্গলবার টেক্সাসের সান আন্তোনিও শহর থেকে প্রায় ১৩০ কিলোমিটার পশ্চিমে ইউভালডের ওই স্কুলে বন্দুকধারী হামলা চালায়। ওই ঘটনার পর এক ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ সেখানে অবস্থান করা আতঙ্কিত অভিভাবকদের সামলাতেই ব্যস্ত। অথচ বন্দুকধারী তখনো স্কুলের ভেতরে অবস্থান করছিলেন। পুলিশের এমন পদক্ষেপে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে। অভিভাবকেরা পুলিশের প্রাথমিক প্রতিক্রিয়ার তদন্ত দাবি করেন।

ওই হামলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন ইউভালডে স্কুল পুলিশের প্রধান। তাঁর নাম পেড্রো পেটে আরেডোন্ডো।

টেক্সাসের জননিরাপত্তা–বিষয়ক পরিচালক কর্নেল স্টিভেন ম্যাকক্র গত শুক্রবার সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ওই কর্মকর্তা দ্রুত বন্দুকধারীর বিরুদ্ধে অভিযান শুরুর জন্য পুলিশ সদস্যদের নির্দেশ না দিয়ে ‘ভুল সিদ্ধান্ত’ নিয়েছিলেন। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম উল্লেখ করেননি ম্যাকক্র।

গোলাগুলির সময় আরেডোন্ডো ঘটনাস্থলে ছিলেন কি না, তা জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। তবে ম্যাকক্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

About banglar

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.