মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের জেরে শুরু করা সামরিক মহড়া শেষের পর আবার তাইওয়ান ঘিরে নতুন মহড়ার ঘোষণা দিয়েছে চীন।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের জেরে কঠোর সামরিক প্রতিক্রিয়া দেখাতে চীন তাইওয়ান প্রণালীতে নজিরবিহীন মহড়া শুরু করে।
রোববার সেই সামরিক মহড়া শেষের পর তাইওয়ানের চারপাশের সমুদ্র এবং আকাশে ফের নতুন মহড়া শুরুর ঘোষণা দিয়েছে চীন।
চীনা সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড সোমবার বলেছে, তারা সমুদ্র অভিযান এবং সাবমেরিন-বিধ্বংসী মহড়া চালাবে।
বাইডেন এদিন কেনটাকির বন্যা পরিস্থিতি দেখতে রওনা হওয়ার সময় সাংবাদিকদের বলেন, “তারা (চীন)যতটা পারে ততটা অগ্রসর হচ্ছে দেখে আমি উদ্বিগ্ন। তবে তারা যা করছে তার চেয়ে বেশি কিছু করবে বলে আমি মনে করি না।”
স্বশাসিত তাইওয়ান দ্বীপটিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। পেলোসির সফরের জবাবে প্রথমবারের মতো তাইওয়ানের রাজধানী তাইপের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা, পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে কিছু সংলাপ-সহযোগিতাও বন্ধ করে দেয়।