রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌঁনে ৮টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সকাল সাড়ে ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’