দেশের শেয়ারবাজার এখন বেক্সিমকো এবং ওরিয়ন গ্রুপনির্ভর। শেয়ারবাজারের লেনদেনের বড় অংশই এখন এ গ্রুপের পাঁচ কোম্পানির দখলে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গতকালের লেনদেনের এক-তৃতীয়াংশই ছিল এ দুই গ্রুপের দখলে। কয়েক দিন ধরে বেক্সিমকো এবং ওরিয়ন গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম পাল্লা দিয়ে বাড়ছে।
শেয়ারবাজারে বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি তালিকাভুক্ত। এগুলো হলো বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকস। আর ওরিয়ন গ্রুপের তালিকাভুক্ত কোম্পানি দুটি। এগুলো হলো ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন।
ঢাকার বাজারে গতকাল এ পাঁচ কোম্পানিই ছিল লেনদেনের শীর্ষ পর্যায়ে। লেনদেনের শীর্ষ ছয় কোম্পানির মধ্যে একমাত্র লাফার্জহোলসিম ছাড়া বাকি পাঁচটিই ছিল বেক্সিমকো এবং ওরিয়ন গ্রুপের কোম্পানি। এ দুই গ্রুপের পাঁচ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬১০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩৬ শতাংশ। ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৬৯১ কোটি টাকা।
ডিএসইর তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল দুটি কোম্পানির লেনদেন ছিল ২০০ কোটি টাকার ওপরে। তার একটি বেক্সিমকো লিমিটেড, অন্যটি ওরিয়ন ফার্মা। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের লেনদেনের পরিমাণ ছিল ২৫২ কোটি টাকা, আর ওরিয়ন ফার্মার ২০১ কোটি টাকা। এ ছাড়া বেক্সিমকো গ্রুপের কোম্পানি শাইনপুকুর সিরামিকসের ৬৭ কোটি ও বেক্সিমকো ফার্মার ৪৫ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। ওরিয়ন গ্রুপের তালিকাভুক্ত অপর কোম্পানি ওরিয়ন ইনফিউশনের লেনদেনের পরিমাণ ছিল ৪৫ কোটি টাকার। লেনদেনের পাশাপাশি বেক্সিকো গ্রুপের তিন কোম্পানিরই শেয়ারের দাম বেড়েছে গতকাল। তবে ওরিয়ন গ্রুপের দুই কোম্পানির শেয়ারের দাম কমেছে।
বেক্সিমকো এবং ওরিয়ন গ্রুপনির্ভর লেনদেনের কারণে ঢাকার বাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে কেবল ৪৫টির। কমেছে ২১৯টির আর অপরিবর্তিত ছিল ১০৯টির দাম।