খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ওই শিক্ষার্থীকে কুয়েটের ড. এম এ রশীদ হলের কিছু শিক্ষার্থী মারধর করে প্রথমে হল প্রশাসন ও পরে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। পরে মামলা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওই শিক্ষার্থীর নাম জাহিদুর রহমান। তিনি ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জাহিদুর কুয়েটের ড. এম এ রশীদ হলের ১১৭ নম্বর কক্ষে থাকতেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলাটি করেছেন কুয়েটের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন প্রামাণিক। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে টেলিগ্রাম অ্যাপের একটি গ্রুপে আপত্তিকর ভাষায় এবং উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগে মামলাটি করা হয়। মামলাটিতে রেজওয়ান স্যাম (২১) নামের আরও এক তরুণকে আসামি করা হয়েছে। রেজওয়ান অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং টেলিগ্রাম অ্যাপের ওই গ্রুপের সদস্য। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন মামলা ও গ্রেপ্তারের বিষয় প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
কয়েকজন শিক্ষার্থীর মারধরের পর হলের প্রাধ্যক্ষ, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও নিরাপত্তা কর্মকর্তা ঘটনাস্থলে এসে জাহিদুরকে হেফাজতে নেন। এরপর তাঁকে পুলিশে হস্তান্তর করা হয়।