রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসায় ছুরিকাঘাতে খুকি বেগম (৪৫) নামের এক নারী খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে তিনি হত্যার শিকার হন। এ ঘটনায় তাঁর স্বামী আবুল হাশেমকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব প্রথম আলোকে বলেন, খুকি বেগম সপরিবার খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসায় থাকতেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ওই বাসায় স্বামী আবুল হাশেমের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে হাশেম তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় দিবাগত রাত পৌনে দুইটার দিকে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক খুকি বেগমকে মৃত ঘোষণা করেন।
এসআই আবু তালেব আরও বলেন, পরে খুকি বেগমের স্বামী রিকশাচালক আবুল হাশেমকে রক্তমাখা ছুরিসহ আটক করা হয়েছে। তাঁর মানসিক সমস্যা রয়েছে।
খুকির বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়গরী গ্রামে। তিনি গৃহকর্মী হিসেবে বিভিন্ন বাসায় কাজ করতেন। খুকি তিন সন্তানের মা ছিলেন।