Monday , December 30 2024
Breaking News

‘কোহলি-রোহিতকে আউট করলেই ভারতের অর্ধেক শেষ হয়ে যায়’

এশিয়া কাপে সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে বিধ্বংসী এক সেঞ্চুরি উপহার দিয়েছিলেন বিরাট কোহলি। প্রায় তিন বছর পর তার ব্যাটে সেঞ্চুরির দেখা মেলে।

দলের নিয়মিত অধিনায়ক রোহতি শর্মা সেই ম্যাচে খেলেননি। সেই ম্যাচটি নিয়েই এবার মুখ খুললেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগান।  

আরও পড়ুন: দলে জায়গা না পেয়েও আক্ষেপ নেই হাশমতউল্লাহর, জানালেন শুভকামনা 

‘হিন্দুস্তান টাইমস’কে দেয়া এক সাক্ষাৎকারে আফগান বলেছেন, ‘আমরা যখনই ভারতের বিপক্ষে খেলি, আমাদের পরিকল্পনা থাকে রোহিত এবং বিরাট কোহলিকে ঘিরে। আমরা তখন বলতাম, এই দুজনকে আউট কর, তাহলে ভারতীয় দলের অর্ধেকটাই শেষ হয়ে যাবে। পুরো ক্রিকেট দুনিয়া এই দুই ক্রিকেটারকে নিয়ে এভাবেই পরিকল্পনা করত। তারা একাই ম্যাচ জিতিয়ে দেওয়ার সামর্থ্য রাখে।’

এ ছাড়াও তার অধিনায়কত্বের সময়ে কোহলি-রোহিতকে থামানোর কৌশল নিয়েও কথা বলেছেন সাবেক এই আফগান অধিনায়ক। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের সব সময় পরিকল্পনা থাকত, শুরু থেকেই এই দুজনকে আক্রমণ করা। কারণ, যদি তাদের আউট করা না যায়, ভারতকে বিপদে ফেলা কঠিন হয়ে উঠবে। বিশেষ করে বিরাট কোহলি। সে উইকেটে থিতু হয়ে গেলে আউট করা খুব কঠিন ছিল। আমরা বিশ্বাস করতাম, যদি তাদের তাড়াতাড়ি আউট করা যায়, ওয়ানডেতে ভারতের ১০০-১২০ রান কম হবে। আর টি-টোয়েন্টিতে কমে যাবে ৬০-৭০ রান।’

আরও পড়ুন: বড় পরিবর্তন নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা আফগানিস্তানের 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও লিজেন্ডস লিগে খেলবেন আসগর আফগান। আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগান ইন্ডিয়া ক্যাপিটালস স্কোয়াডের অংশ হিসেবে মাঠে ফিরবেন। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন দলের হয়ে খেলতে মুখিয়ে আছেন ডানহাতি এই ব্যাটসম্যান।  

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.