Sunday , December 22 2024
Breaking News

পশ্চিমবঙ্গ: দুর্ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে গাড়িতে রাখা হচ্ছে ট্র্যাকিং ডিভাইস

গাড়িতে দুর্ঘটনা বা অবাঞ্ছিত কোনও কিছু ঘটলেই জানতে পারবে পরিবহন দফতর। এমনকি, জানতে পারবে পুলিশও। এমনই প্রযুক্তির ব্যবহার শুরু করতে চলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ দফতর।

রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এ বার থেকে প্রতিটি বাণিজ্যিক গাড়িতে ‘ভেহিকলস লোকেশন ট্র্যাকিং ডিভাইস’ (ভিএলটিডি) লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে।২০২০ সালের ১ এপ্রিলের পর থেকে যে সমস্ত বাণিজ্যিক গাড়ি রাজ্যের রাস্তায় নেমেছে, সেখানে এই প্রযুক্তি লাগানো হয়েছে। কিন্তু তার আগে রাস্তায় নামা গাড়িগুলির ক্ষেত্রে এই প্রযুক্তি বাধ্যতামূলক করা হচ্ছে।

গাড়িতে ভিএলটিডি লাগানো থাকলে কোনও দুর্ঘটনা বা কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটলে তা পরিবহণ দফতরের কন্ট্রোল রুম জানতে পারে। কারণ, নতুন এই যন্ত্রটিতে থাকছে ‘প্যানিক বাটন’। সেই ‘প্যানিক বাটন’ এর মাধ্যমে পরিবহন দফতরের কন্ট্রোল রুমের পাশাপাশি দুর্ঘটনার খবর পৌঁছে যাবে পুলিশের কাছে। ফলে সহজেই প্রশাসন উদ্ধারকার্য চালাতে পারবে।

অপরাধমূলক ঘটনা থেকে সাধারণ মানুষকে বাঁচাতেই এই নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে। কারণ বহু অপহরণের ঘটনায় গাড়ির লোকেশন দেখেই পুলিশ অপরাধীদের ধরতে পারে। এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ জুড়ে চারটি কন্ট্রোল রুম তৈরি করছে পরিবহন দফতর। কলকাতার পোদ্দার কোর্ট, শিলিগুড়ি, দুর্গাপুর-সহ দক্ষিণবঙ্গের আরও একটি জায়গায় এই কন্ট্রোল রুম হবে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.