প্রস্তাবক ও সমর্থনকারীকে অপহরণ করে কৌশলে প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন নাটোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী নুরুন্নবী মৃধা।
রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
নুরুন্নবী মৃধা বলেন, ‘লালপুর উপজেলার ইশ্বরদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য রজব আলীকে প্রস্তাবক ও ৮ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমানকে সমর্থক হিসেবে স্বাক্ষর করিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। আজ (রোববার) যাচাই-বাছাইয়ের দিন প্রস্তাবকারী ও সমর্থনকারী হাজির হওয়ার কথা থাকলেও তাদের রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের দিয়ে লিখিয়ে নেয়া হয় তারা জেলা পরিষদের সদস্যের পরিবর্তে চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও প্রস্তাবক হয়েছেন।’ এর পর প্রার্থিতা বাতিল করা হয় বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: পিরোজপুরে ৩২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রোববার আওয়ামী লীগ ছাড়া বাকি দুজনের প্রার্থিতা বাতিল করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আহমেদ জানান, প্রস্তাবকারী-সমর্থনকারীর এফিডেভিট করা আবেদন পেয়ে তিনি প্রার্থিতা বাতিল করেছেন।