রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় বাচ্চু মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার সময় তিনি মোটরসাইকেলে ছিলেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, হানিফ ফ্লাইওভারে দিয়ে যাওয়ার সময় যে কোন যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ছিটকে পড়ে বাচ্চু মিয়ার মৃত্যু হয়েছে। কোন গাড়ির ধাক্কায় এ ঘটনা ঘটেছে এটি আপাতত জানা যায়নি। বিস্তারিত জানার জন্য কাজ করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বাচ্চু নারায়ণগঞ্জ ফতুল্লা কুতুবপুর এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।