আওয়ামী লীগে ফিরিয়ে নেওয়ার শর্তে জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আবদুল আজিজ মোল্লা। আজ রোববার দুপুরে শহরের ডা. আবুল কাশেম ময়দানে জয়পুরহাট নাগরিক ঐক্য পরিষদের এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
আবদুল আজিজ মোল্লা জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন নির্বাচনে দলীয় প্রার্থী ছিলেন। নির্বাচনের তিন দিন আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর রাজনীতির মাঠ থেকে বাইরে থাকা আবদুল আজিজ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে আলোচনায় আসেন।
জানতে চাইলে আবদুল আজিজ মোল্লা প্রথম আলোকে বলেন, শনিবার বিকেলে সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন তাঁকে কয়েকবার ফোন দিয়েছিলেন। তিনি প্রার্থিতা প্রত্যাহারের জন্য অনুরোধ করেছেন। দলে ফিরিয়ে নেওয়ার শর্তে তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে রাজি হয়েছেন।
আবু সাঈদ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থিত প্রার্থী খাজা শামছুল আলম একজন সজ্জন, মুরব্বি ও ত্যাগী মানুষ। তাঁর নির্বাচিত হওয়ার স্বার্থে দলীয় নেতা হিসেবে আবদুল আজিজ মোল্লাকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেছি। তিনি আমার অনুরোধে প্রার্থিতা প্রত্যাহারে সম্মত হয়েছেন।’