শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ সম্মাননা পেলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তিনি ১৩তম এ আয়োজনে ‘সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড’ জিতেছেন। প্রতিবছর একজনকে এ সম্মাননা দেওয়া হয়। এর আগে বিভিন্ন সময় শর্মিলা ঠাকুর, নওয়াজুদ্দিন সিদ্দিকী, রাজ কুমার রাওসহ বেশ কয়েকজন পরিচালক ও অভিনেতা এ সম্মাননা পেয়েছেন।
পুরস্কারটি পাওয়ার পর প্রতিক্রিয়ায় ফারুকী তাঁর ফেসবুকে লিখেছেন, ‘ভালো লাগছে এই ভেবে যে আমার প্রিয় কিছু মানুষ আগে এ পুরস্কার পেয়েছেন। এবার আমি পুরস্কারটি পেয়ে সম্মানিত বোধ করছি। আমার কাছে মনে হচ্ছে, আমার যাত্রাটা মাত্র শুরু হচ্ছে। আরও অনেক দূরে যেতে হবে।’
বর্তমানে উৎসবে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন এই নির্মাতা। এমন সম্মাননা পাওয়ায় খুশি তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফারুকী বলেন, ‘আমি সামান্য একজন ফিল্মমেকার। তারপরও যখন আমার কোনো কাজ বা কোনো ভাবনা কোনো দর্শকের মন স্পর্শ করে, আমি খুব কৃতজ্ঞ বোধ করি। কারণ, ফিল্ম মেকিং আমার কাছে দর্শকের সঙ্গে চলা এক দীর্ঘ সময়ের কথোপকথন। যেকোনো পুরস্কার বা ভালোবাসামাখা কথাকে সেই কথোপকথনের একটা অংশ বলা যেতে পারে। ভালোবাসা পেলে তো কেবল ধন্যই হই।’
পুরস্কার ঘোষণার আগে ফারুকীকে পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশের নিউ ওয়েব আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি হিসেবে। বাংলাদেশ থেকে তিনবার তাঁর সিনেমা অস্কারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর সিনেমা বুসান, মস্কো, কলকাতাসহ একাধিক আন্তর্জাতিক উৎসবে পুরস্কার ও প্রশংসা কুড়িয়েছে। ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে উৎসবটি। শেষ হবে আগামীকাল রোববার। উৎসবে আজ শনিবার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাটি দেখানো হবে।
সিনেমায় নওয়াজুদ্দিন সিদ্দিকী, মেগান মিশেল, তাহসান, ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজেসহ অনেকেই অভিনয় করেছেন। ‘নো ল্যান্ডস ম্যান’-এর সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান। পাশাপাশি তিনি সিনেমাটিতে সহপ্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন।