দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সোহাগ বাবু (৩৫) নামে এক গাঁজা কারবারিকে আটক করেছে পুলিশ।
নবাবগঞ্জ উপজেলার বড়বাড়িয়া ধরন্দা গ্রামে শাহাজুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধারসহ একজনকে আটক করা হয়। আটক সোহাগ হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, দীর্ঘদিন থেকে উপজেলায় মাদক নির্মূল করতে পুলিশের অভিযান চলমান। এরই ধারাবাহিকতায় রোববার অভিযান চলাকালে মোবাইল ফোনে সংবাদ আসে উপজেলার বড়বাড়িয়া ধরন্দা গ্রামে শাহাজুল ইসলামের বসতবাড়িতে গাঁজা বিক্রির প্রস্তুতি চলছে। এ সময় পুলিশের একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ সোহাগকে আটক করে। ওসি আরও জানান, মাদক একটি বড় সমস্যা। এটি যুবসমাজ ও পরিবারকে ধ্বংস করছে। তাই মাদক নির্মূলে এলাকার সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।