Saturday , December 21 2024
Breaking News

ফাইনালে ওঠার লড়াইয়ে সাকিবদের প্রতিপক্ষ বার্বাডোজ

সাকিব আল হাসান যোগ দিতেই বদলে গেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্সের ভাগ্য। প্রথম ছয় ম্যাচে একটি জয় পাওয়া দলটি সাকিব যোগ দেয়ার পর টানা চার ম্যাচে জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থান থেকে উঠে গেছে প্লে-অফ পর্বে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে থাকা দলটি এখন লড়বে ফাইনালে ওঠার লড়াইয়ে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্রথম কোয়ালিফায়ারে বার্বাডোজের মুখোমুখি হবে সাকিবের গায়ানা।

সিপিএলে সাকিবের শুরুটা মোটেই ভালো হয়নি এবার। বল হাতে ভালো করলেও ব্যাট হাতে প্রথম দুই ম্যাচেই গোল্ডেন ডাক মারেন বাংলাদেশ অধিনায়ক। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ান সাকিব। প্লে-অফ নিশ্চিতের ম্যাচে ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ২৫ বলে ৩৫ রান করেন সাকিব। পরে বল হাতে ৪ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

আর সবশেষ ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে বল হাতে ১ উইকেট শিকারের পর ব্যাট হাতে খেলেছেন ম্যাচজয়ী ৩০ বলে ৫৩ রানের ইনিংস। তাতে প্রথম ৬ ম্যাচে ১ জয় নিয়ে বাদ পড়ার শঙ্কায় থাকা গায়ানা টানা ৪ ম্যাচ জিতে ১০ ম্যাচে ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে।

প্লে-অফে এবার সাকিবের দলের প্রতিদ্বন্দ্বী শীর্ষে থাকা বার্বাডোজ। ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট তাদের। প্লে-অফের বাকি দুই দল সেন্ট লুসিয়া কিংস ও জ্যামাইকা তালাওয়াজ।

প্লে-অফে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রথম কোয়ালিফায়ারে বার্বাডোজের মোকাবেলা করবে সাকিবের দল। এই ম্যাচে জয় পেলে সরাসরি ফাইনালে চলে যাবে তারা। তবে হারলেও থাকবে ফাইনালে যাওয়ার সুযোগ। সে ক্ষেত্রে সাকিবের গায়ানাকে জয় পেতে হবে সেন্ট লুসিয়া কিংস ও জ্যামাইকা তালাওয়াজের মধ্যকার এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে।

২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অনুষ্ঠিত হবে এই এলিমিনেটরটি।  

এরপর ২৯ সেপ্টেম্বর ভোর পাঁচটায় প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটরে জয়ী দল।

১ অক্টোবর ভোর পাঁচটায় ফাইনালে প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী দলের বিপক্ষে লড়বে দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী দল। 

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.