আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সি মোঃ আতিয়ার রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি।
আজ সোমবার জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিনে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহিদা সুলতানা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানাগেছে।ওই গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মুন্সি মোঃ আতিয়ার রহমান, পিতা মৃত মুন্সি জমীর উদ্দিন একমাত্র প্রার্থী। জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর বিধি ২১ অনুসারে মুন্সি মোঃ আতিয়ার রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে ওই গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ্যাড. মুন্সি মোঃ আতিয়ার রহমান এই প্রথম গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে আওয়ামী লীগের দুর্দিনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, মুন্সি মোঃ আতিয়ার রহমান চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাই করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তিনি একক প্রার্থী ছিলেন। প্রতীক বরাদ্দের দিনে বিধি মোতাবেক তাকে বেসরকারি ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়েছে।