Saturday , December 21 2024
Breaking News

কলকাতায় পূজামণ্ডপে ভিন্নধর্মী ভাবনার বহিঃপ্রকাশ

পৃথিবী ধ্বংস হলে কেমন হবে কিংবা তুমুল বৃষ্টিপাতে কীভাবে বাঁচবে মানুষ? কলকাতার এ বছরের দুর্গাপূজার মণ্ডপে এমনই সব ভাবনা ফুটে উঠেছে। আনুষ্ঠানিক পূজা শুরুর এখনও বাকি বেশ কয়েকদিন। কিন্তু এরই মধ্যে দলবেঁধে থিম দর্শনে ব্যস্ত হয়ে পড়েছেন দর্শনার্থীরা।

কলকাতার অধিকাংশ বারোয়ারি দুর্গাপূজার মণ্ডপের থাকে নিজস্ব একটা ভাবনার প্রকাশ। সেই ভাবনায় কখনো প্রকাশ পায় বাস্তবতা, আবার কখনো স্বপ্নলোক কিংবা অলিক-ভবিষ্যৎ। 

আনুষ্ঠানিক পূজা শুরুর এখনো বাকি ৩ দিন। কিন্তু এখনই কলকাতার মণ্ডপগুলোতে দর্শনার্থীদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো। শুধু তাই নয়, মণ্ডপের থিম নিয়েও তারা নিজেদের নানা প্রতিক্রিয়া করছেন। 

উত্তর কলকাতার আরেক নামকরা পূজামণ্ডপ জগৎ মুখার্জি পার্ক। তাদের থিম এবার বর্ষামঙ্গল। কলকাতা শহরে প্রচুর বৃষ্টিপাত হলে কীভাবে তাদের রক্ষা করবেন দেবী, সেটাই তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। 

শহরের অন্যতম বড় আকর্ষণ চালতাবাগান ক্লাবের দুর্গাপূজা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকেই নানা আয়োজন ছিল এই পূজা উদ্বোধন ঘিরে। সেখানে যান বলিউডের অভিনেতা ও তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। 

কলকাতাজুড়ে এবার প্রায় সাড়ে তিন হাজার মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে শুধু উত্তর কলকাতাতেই সংখ্যা প্রায় দেড় হাজার।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.