দিনাজপুরে ঘোড়াঘাটের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ হত্যাচেষ্টা মামলার বিচারকাজ ৬১ কার্যদিবস শেষে আগামী ৪ অক্টোবর রায় ঘোষণা করা হবে।
গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায়।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঞ্চল্যকর এ মামলার বিচারে ৩ দিন বাদী ও আসামিপক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শোনা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় যুক্তিতর্ক শেষ করে বিচারক আগামী ৪ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক আরও জানান, মামলার বিচার চলাকালীন ৬১ কার্যদিবসে ৫৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর গত ২৫ হতে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তিতর্ক শোনার পর বিচার কার্যক্রম শেষ করে রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়। মামলার একমাত্র আসামি ঘোড়াঘাট উপজেলা পরিষদের বরখাস্ত মালি রবিউল ইসলাম হাইকোর্ট থেকে জামিনে মুক্ত রয়েছেন। তার উপস্থিতিতেই মামলার সব কার্যক্রম শেষ হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর মধ্যরাতে ঘোড়াঘাট ইউএনওর সরকারি বাসভবনে দুষ্কৃতকারী ছদ্মবেশে ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সাবেক ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ ঘটনায় আহত ইউএনওর বড় ভাই পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দিন শেখ বাদী হয়ে ঘটনার পরদিন ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তৎকালীন ডিবি পুলিশ পরিদর্শক আবু ইমাম জাফর তদন্ত করে ২০২০ সালের ২১ অক্টোবর আসামি রবিউলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।