আরব আমিরাত থেকে ফিরে একদিনের বিশ্রাম শেষে আবার নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দল। সেখানে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে ত্রিদেশীয় সিরিজ খেলতে রওনা দেবেন নুরুল হাসান সোহানরা। রাত ১১টা ৫৫ মিনিটে নিউজিল্যান্ডের বিমান ধরবেন তারা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের সরাসরি নিউজিল্যান্ড যোগ দেওয়ার কথা রয়েছে।ওয়েস্ট ইন্ডিজ থেকে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন ক্যারিবয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়সের্র হয়ে খেলা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া সিরিজের আরেক দল পাকিস্তান। এই সিরিজটি মূলত বিশ্বকাপের প্রস্তুতি।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।