ঝিনাইদহ পৌরসভায় শপথ নিলেন সদর পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ও কাউন্সিলরগণ। আজ রবিবার সকাল ১০টায় শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী ।
এ সময় উপস্থিত ছিলেন মেয়র সমর্থিত সকল পর্যায়ের নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। প্রসঙ্গত, মামলা জটিলতায় স্থগিত থাকা ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১১ সেপ্টেম্বর। এর আগে চলতি বছরের ১৫ জুন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২ জুন নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে দেন। অপর এক আদেশে গোটা নির্বাচনই স্থগিত করেন নির্বাচন কমিশন।
সাড়ে ৪ মাস নির্বাচন বন্ধ থাকার পর শেষ পর্যন্ত আপিল বিভাগের রায়ে সব জটিলতার অবসান হয় এবং আদালতের আদেশ মোতাবেক নতুন করে গত ১১ সেপ্টেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল নির্বাচিত হন।