দাপুটে জয় দিয়ে এবারের নারী এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। আজ সোমবার সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।
তবে রাতভর বৃষ্টিতে ভেজা ছিল মাঠ। এমন উইকেটে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় টস। আর বাংলাদেশ হেরে গেল সেটিই। এরপর দুই উদ্বোধনী ব্যাটার ব্যর্থ হলেন, রান উঠল মন্থর গতিতে। শেষদিকে বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াতে শুরু করল, এলো বৃষ্টি।সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির আগে ৭ উইকেট হারিয়ে ৫৮ রান করেছে বাংলাদেশ নারী দল।