কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতের পৃথক এলাকা থেকে দুই তরুণী ভাসতে থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বয়স ১৮ থেকে ২০ বছর।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে শীলখালী এবং রাত সোয়া ১১টার দিকে দক্ষিণ শীলখালী এলাকার সমুদ্রসৈকত থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
এর আগে গত সোমবার মধ্যরাতে শতাধিক রোহিঙ্গা নিয়ে অবৈধ পথে মালয়েশিয়ায় যাওয়ার পথে একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। লাশ দুটি ওই ঘটনায় মারা যাওয়া দুই তরুণীর বলে ধারণা করছে পুলিশ।
এ নিয়ে ওই ট্রলারডুবির পর এখন পর্যন্ত এক শিশু ও পাঁচ রোহিঙ্গা তরুণীর লাশ উদ্ধার করা হলো। এ ছাড়া ঘটনার পর পর জীবিত অবস্থায় দালালসহ ৪৫ জনকে উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধার করা লাশ দুটি ট্রলারডুবিতে নিখোঁজ থাকা তরুণীদের মধ্যে দুজনের। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।