ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মেয়ের জামাই চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শাশুড়ি রহিমা বেগমকে (৫৫) হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৮ অক্টোবর) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (৭ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রকৃতির ডাকে সাড়া দিতে শাশুড়ি রহিমা বেগম ঘরের বাইরে যান। এ সময় ওঁত পেতে থাকা মেয়ে জামাই ইউনুস মোল্যা চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায় শাশুড়িকে। এ সময় চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে আসলে ইউনুস পালিয়ে যায়। পরে শাশুড়িকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, কী কারণে এ হত্যাকাণ্ড, বিস্তারিত জানা যায়নি
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।