Monday , December 30 2024
Breaking News

খুলছে কুবির হল, স্থগিত থাকছে পরীক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বন্ধ আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রোববার (৯ অক্টোবর) ১২টার মধ্যে সব কটি হল খুলে দেয়া হবে। এর আগে শনিবার (৮ অক্টোবর) দুপুরে উপাচার্যের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, হল খুলে দেয়া হলেও শুধু আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন। যাদের আবাসিকতা নেই কিন্তু পূর্বে থেকে হলে অবস্থান করে তারা আইডি কার্ড নিয়ে উঠতে পারবেন, আবাসিক হওয়ার শর্তে। এ ছাড়া ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তটি বহাল থাকবে বলে জানা যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, ‘রোববার ১২টায় হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সময় হলে উঠতে পারবে শিক্ষার্থীরা। তবে আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। যাদের আবাসিকতা নেই কিন্তু হলে থাকে তারা হলের অফিস থেকে আবাসিক ফরম নেবে এবং ব্যাংকে টাকা জমা দিয়ে হলে উঠবে। আবাসিকতার আইডি কার্ড করার জন্য আমরা দেড় মাস সময় দেব।’

নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রভোস্ট জিল্লুর রহমান বলেন, ‘হলে যাদের আবাসিকতা নেই তাদের সাময়িক পরিচয়পত্র দেয়া হবে। আবাসিকতার জন্য ফরম পূরণ করে হলে উঠতে হবে। সে ক্ষেত্রে ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য এক সপ্তাহ সময় দেয়া হবে।’

এদিকে পরীক্ষা স্থগিত রেখে হল খুলে দেয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন হল খুলে দিতে পারলে প্রশাসন কেন পরীক্ষা নিতে পারবে না।

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘আমরা শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল আছি। যে কাজটি তাদের জন্য মঙ্গলজনক হবে, সেটিই বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে।’

এর আগে গত  ৩০ সেপ্টেম্বর ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। পরে এ ঘটনার জের ধরে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব আবাসিক হল বন্ধে ঘোষণা করে কর্তৃপক্ষ এবং পরে হল সিলগালা করে দেয়া হয়।

পরীক্ষা

স্থগিত

কুমিল্লা

হল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.