নারী এশিয়া কাপে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সেমিফাইনালের সমীকরণ কেমন, এটা নিশ্চিত হবে থাইল্যান্ড-ভারত ম্যাচের পর। থাই মেয়েদের হারের সম্ভাবনা বেশি, তেমন হলে বাংলাদেশকে এক ম্যাচ জিতলেই চলবে। কিন্তু ভারতকে তারা হারিয়ে দিলে বাংলাদেশকে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। এমন সমীকরণ সামনে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ দল।সমান পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ভারত প্রথম ও পাকিস্তান দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এরপরে থাকা শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পয়েন্ট ৬ করে। এর মধ্যে লঙ্কান মেয়েরা হেরেছে কেবল এক ম্যাচ। চার ম্যাচ খেলে বাংলাদেশের জয়-পরাজয় সমান দুটি করে। পাঁচে থাকা বাংলাদেশের পয়েন্ট চার।