‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ড। টস জিতে এদিন আগে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৩০ রান।
মঙ্গলবার (১১ অক্টোবর) ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক স্পিনারদের সামলাতে হিমশিম খেয়েছে পাকিস্তানের ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান করে তারা। এদিন বড় ইনিংস খেলতে পারেননি কেউ। বাবর আজম, ইফতিখার আহমেদ ও আসিফ আলীর বিশোর্ধ্ব তিনটি ইনিংসে ভর করে এই রান করে তারা।
পাকিস্তানের শুরুটা অবশ্য খুব একটা খারাপ হয়নি। ওপেনিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম মিলে ৩০ রানের পার্টনারশিপ গড়েন।
ব্রেসওয়েল ফেরান ১৬ রান করা রিজওয়ানকে। ওয়ান ডাউনে নেমে ১২ বলে ১৪ রান করে স্যান্টনারের শিকারে পরিণত হন শান মাসুদ।
ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া শাদাব খান করেন ৮ রান। এ সময় ৬২ থকে ৬৫ রান পর্যন্ত মাত্র তিন রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। অধিনায়ক বাবর আজমকে ২১ রানে ফেরান ব্রেসওয়েল। ২৩ বলে ৩ চারে এই ইনিংস খেলেন তিনি।
পাকিস্তান শেষ পর্যন্ত ১৩০ রান করতে পারে ইফতিখার আহমেদ ও আসিফ আলীর দুটি ইনিংসের কল্যাণে। ২৭ বলে ২৭ করেন ইফতিখার। তার ইনিংসে ছিল ৩টি চারের মার। ২০ বলে ৩ চারে ২৫ রান করেন আসিফ। পাকিস্তানের ইনিংসে এদিন নেই একটিও ছয়ের মার।
নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল ব্রেসওয়েল। দুটি করে উইকেট পেয়েছেন সাউদি ও স্যান্টনারও। এ ছাড়া ইশ সোধি নিয়েছেন এক উইকেট।