গাজীপুরে সিএনজি পাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের ঘটনায় আতিকুল ইসলাম মিঠু (২৫) নামে একজন মারা গেছেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া বাকি চারজন চিকিৎসাধীন আছেন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মিঠুর বড় ভাই মো. ইমন জানান, তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়। বাবা মৃত ফজলু মিয়া। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে গাজীপুরের থাকতেন মিঠু। একটি সিএনজি পাম্পে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তবে তার সেই পাম্পটি বন্ধ হয়ে গেছে। বর্তমানে ওই পাম্পে কেন গিয়েছিলেন তা জানাতে পারেননি বড় ভাই ইমন।
এর আগে বৃহস্পতিবার গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহিদ ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যানে সন্ধ্যা সাড়ে ৬টায় বিস্ফোরণ হয়। এতে ৫ জন দগ্ধ হন। পরে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ বাকি ৪ জন হলেন- আনোয়ারুল ইসলাম (২৭), আলআমিন (২৫), সিরাজুল ইসলাম টুটুল (২৫) ও পারভেজ (৩৩)।
দগ্ধ আনোয়ারুল ইসলাম জানান, তিনি ও আলআমিন গাছা এলাকার ফাহিম বয়লার নামে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিং এর কাজ করেন। ডিজেল চালিত একটি কাভার্ডভ্যান নিয়ে বড়বাড়ী এলাকার হাজী ওয়াহিদ ফিলিং স্টেশন যান। ভ্যানটিতে আনুমানিক দেড়শ খালি সিলিন্ডার ছিল। সেগুলোতেই পাম্প থেকে গ্যাস নেয়ার কথা ছিল। গ্যাস নেয়ার শুরুতেই বিকট এক বিস্ফোরণ ঘটে। এতে গাড়িতে থাকা ৫ জনই দগ্ধ হন।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, দগ্ধদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।