টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চমক দেখিয়েছে নামিবিয়া। এশিয়া চ্যাম্পিয়নদের পাত্তাই দেয়নি আফ্রিকার দলটি। এমন চমকে প্রশংসাও কুড়াচ্ছে তারা। নামিবিয়ার ঐতিহাসিক জয়ের পরেই টুইট করেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
টুইটারে ইংরেজি এবং হিন্দি মিলিয়ে লিখেছেন শচীন: ‘নামিবিয়া ক্রিকেটবিশ্বকে জানিয়ে দিল―নামটা মনে রেখো।’ এই টুইটটি রিটুইট করে নামিবিয়ার অধিনায়ক এরাসমাস লিখেছেন, ‘নামটা মনে রেখো’।
জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজা টুইটারে লিখেছেন, ‘আমাদের প্রতিবেশী আফ্রিকান ভাইয়েরা দুর্দান্ত খেলেছ।’ পাকিস্তানের সাবেক ওপেনার ইমরান নাজির লিখেছেন, ‘নামিবিয়া―এটাই ক্রিকেটের সৌন্দর্য। এশিয়ান চ্যাম্পিয়নদের বড় ব্যবধানে হারিয়েছ।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র দুটি আসরে অংশগ্রহণ করেছে নামিবিয়া। তাতেই আইসিসির পূর্ণ সদস্য রাষ্ট্রের বিপক্ষে ২টি ম্যাচে জয় পেয়েছে তারা। ২০২১ সালের আসরে আয়ারল্যান্ডকে হারানোর পর রোববার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে।