ইরানে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসে উসকানির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। খবর রয়টার্সের।
ইরানের নীতি পুলিশের হেফাজতে তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় দেশটিতে চার সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মধ্যে গতকাল রোববার রাইসি এসব কথা বলেন।
রাইসি বলেন, ‘আমেরিকান প্রেসিডেন্ট, যিনি তাঁর মন্তব্যের মাধ্যমে অন্য দেশে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসের উসকানি দেন, তাঁকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার চিরন্তন বাণী মনে করিয়ে দেওয়া উচিত, যিনি আমেরিকাকে মস্ত শয়তান বলেছিলেন।’
বাইডেন গত শনিবার বলেছিলেন, ইরানকে তার নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে হবে। নাগরিকদের মৌলিক অধিকার চর্চা করতে দিতে হবে।
ইরানের কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে ১৩ সেপ্টেম্বর মাসাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়
মাসার মৃত্যুর ঘটনায় ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চলমান এই বিক্ষোভ চার সপ্তাহে গড়িয়েছে। বিক্ষোভ দমনে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইরান সরকার। হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি বলছে, চলমান বিক্ষোভে দুই শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। গ্রেপ্তার হাজারো।