পাকিস্তান যুবদলের বিপক্ষে চার দিন ও ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশের যুবদল। এই সফরে একটি চার দিন ও পাঁচটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ।
এই সিরিজ খেলতে ১ নভেম্বর পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডের সব কটিই ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ দল এর আগে সবশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৭ সালের নভেম্বরে। পিসিবির পরিচালক জাকির খান বলেন, ‘২০২২ সালে অনেক আন্তর্জাতিক দল এনে সিরিজ আয়োজন করেছি আমরা। আমরা এখন বাংলাদেশ অ-১৯ দলকে স্বাগত জানাতে মুখিয়ে আছি। যদিও এটি ১৫ বছরের মধ্যে পাকিস্তানে প্রথম জুনিয়র আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে।’
পাকিস্তান দলের স্কোয়াড এখনো ঘোষণা করেনি দেশটির ক্রিকেট বোর্ড।
সফরে চার দিনের একমাত্র ম্যাচটি মাঠে গড়াবে ৪ নভেম্বর। ১০ নভেম্বর প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। ১৮ নভেম্বর পঞ্চম ওয়ানডে শেষে ১৯ তারিখ দেশে ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।