Saturday , December 21 2024
Breaking News

পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ৯ বন্যপ্রাণী উদ্ধার

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে উদ্ধার হওয়া দুইটি উল্লুক ও সাতটি কাকাতোয়া পাখি উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এরপর সেগুলো বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।

দুপুরে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন সদর দফতর থেকে বন্যপ্রাণীগুলো হস্তান্তর করেন বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ।

বিজিবি জানায়, সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ বিভিন্ন বিওপির টহলরত সদস্য সীমান্ত এলাকা দিয়ে ওই দুটি উল্লুক ও সাতটি কাকাতোয়া ভারতে পাচারকালে উদ্ধার করা হয়। পরে ব্যাটালিয়ন সদর দফতর থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে খুলনার কর্মকর্তাদের কাছে সেগুলো হস্তান্তর করা হয়।

অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ উদ্ধারকৃত বন্যপ্রাণী বন অধিদফতরের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.