Saturday , December 21 2024
Breaking News

নেদারল্যান্ডস ম্যাচের আগে ভিন্ন চিন্তাও করতে হচ্ছে বাংলাদেশকে

টি-টোয়েন্টি বিশ্বকাপে কাল নিজেদের প্রথম ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে শুধু নেদারল্যান্ডস নয়, সাকিব আল হাসানের দলকে ভাবতে হচ্ছে আবহfওয়া নিয়েও। কাল হোবার্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। কয়েক দিন ধরেই যেখানে চলছে বৃষ্টির উৎপাত।

হোবার্টে কদিন ধরেই নিয়মিত বৃষ্টি হচ্ছে। তাতে কনকনে ঠাণ্ডার প্রভাব আরও বেড়েছে। বৃষ্টি আর ঠাণ্ডার কারণে গতকাল দলীয় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। আবহাওয়া অধিদপ্তর বলছে, হোবার্টে নিয়মিত বৃষ্টি হতে পারে টানা এক সপ্তাহ। তাতে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার কালকের ম্যাচটি বাতিলও হতে পারে। সেক্ষেত্রে সম্ভাব্য ২ পয়েন্ট পাওয়া হবে না বাংলাদেশের।

বৃষ্টির কারণে ম্যাচ কার্টেল ওভারেও হওয়ার সম্ভবনা রয়েছে। তেমনটা হলে নেদারল্যান্ডসই হয়তো তুলনামূলক বেশি সুবিধা পাবে। কারণ নেদারল্যান্ডসের একাদশে হার্ডহিটার ব্যাটারই বেশি।

বাংলাদেশ সময় কাল সকাল ১০টায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামার কথা সাকিব আল হাসানের দলের। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, নেদারল্যান্ডসকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। কারণ তারা কোয়ালিফায়ার রাউন্ড পেরিয়েই সুপার টুয়েলভে এসেছে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.