বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে স্বল্প রানের পুঁজি নিয়েও বোলারদের কল্যাণে জয় পেয়েছে বাংলাদেশ। মাত্র ১৪৪ রান তাড়া করতে নেমে ১৩৫ রানে সব উইকেট হারায় উত্তর-পশ্চিম ইউরোপের দেশটি।
আজ সোমবার হোবার্টের বেলেরিভ ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে যে অভিযান শুরু করল বাংলাদেশ দল, তার পুরো কৃতিত্ব পেসারদের দিলে সম্ভবত অত্যুক্তি করা হবে না। দলীয় অধিনায়ক সাকিব আল হাসানও কৃতিত্ব দিলেন পেসারদের।
ম্যাচ শেষে অধিনায়ক বলেন, ‘আমরা এখন ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝতে পারছি। আমি মনে করি, এখন সব সংস্করণেই আমরা দারুণ একটা ফাস্ট বোলিং গ্রুপ পেয়েছি। ফাস্ট বোলাররা সত্যিই অনেক ভালো করছে। আমরা কয়েকজন তরুণ পেসার পেয়েছি। হাসান মাহমুদ তাদের মধ্যে একজন। তাসকিন গত ২-৩ বছর ধরে আমাদের সেরা বোলার। তো সব মিলিয়ে আমাদের খুব ভালো ফাস্ট বোলিং আক্রমণ রয়েছে।’
এদিন জয়ের নায়ক ও ম্যাচসেরা তাসকিন আহমেদ ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ চারটি উইকেট। এ ছাড়া কোনো উইকেট না পেলেও কিপ্টে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে বল করে কাটার মাস্টার মুস্তাফিজ দিয়েছেন মাত্র ২০ রান।
অপরদিকে আরেক পেসার হাসান মাহমুদও দেখিয়েছেন বোলিং নৈপুণ্য। ৪ ওভার বল করে হাসান মাহমুদ এক ওভার মেডেন দিয়ে ১৫ রানে নিয়েছেন ২ উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ডাচদের ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। কম পুঁজি নিয়েও মূলত ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে এনে দেন তাসকিন। বোলিং দিয়ে তাঁর গড়ে দেওয়া পথেই জয়ের গল্প লিখে বাংলাদেশ।
সবশেষ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। এতদিন ৯ পর্যন্ত সেটিই ছিল মূল পর্বে তাদের একমাত্র জয়। দেড় দশকের দীর্ঘ অপেক্ষার পর এবার দ্বিতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ।