Sunday , December 22 2024
Breaking News

ঘূর্ণিঝড় সিত্রাং

বরিশালের আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব‌রিশালে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এছাড়া বেড়েছে সব নদ-নদীর পানি। ফলে আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে মানুষ। সোমবার (২৪ অক্টোবর) রাতে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ।

সোহেল মারুফ বলেন, এরই মধ্যে বরিশাল জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র ও ৫৫০টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রায় ১৬ হাজার ৮৮৯ জন আশ্রয় নিয়েছেন। এছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে ৪ হাজার ৯৩৫টি গবাদি পশুও রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়া লোকজনের সংখ্যা বেশি। এছাড়া বাকেরগঞ্জে কিছু লোক আশ্রয় নিয়েছে। আমরা তাদের সবদিক থেকে সহায়তা করছি।’

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে সব মিলিয়ে প্রায় ৪ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া মোমবাতিসহ প্রয়োজনীয় সবকিছুই আশ্রয়কেন্দ্রগুলোতে পৌঁছানো হচ্ছে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে। পর্যাপ্ত সুপেয় পানি, শুকনা খাবার এবং ওষুধের ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোনো সমস্যা হবে না, আশা করি।

এদিকে টানা বৃষ্টি আর ঝোড়ো বাতাসে পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে দমকা ও ঝোড়ো হাওয়ার দাপট। ফলে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

বরিশাল আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ৫ থেকে ৮ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার মধ্যরাতে বরিশাল অঞ্চলে আঘাত হানতে পারে।

তিনি আরও জানান, সবশেষ ২৪ ঘণ্টায় ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া নদীবন্দ‌রে ৩ ও সমুদ্রবন্দ‌রে ৭ নম্বর সংকেত রয়েছে। বর্তমানে বা‌তাসের গ‌তি‌বেগ ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার। বৃষ্টির সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগও বাড়তে থাকবে।

এদিকে সকাল থেকে সব রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.