কাতারে চলছে বিশ্বকাপের আয়োজন। ২০ নভেম্বর শুরু হচ্ছে ফুটবলের এই মহারণ। সেই উপলক্ষেই এবার নতুন সুযোগ নিয়ে হাজির এই মরুর দেশ।
ফুটবল ফ্যানরা এবার কোনো ম্যাচের টিকেট না থাকলেও ২ ডিসেম্বর থেকে কাতার ভ্রমণ করতে পারবেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে।মন্ত্রণালয়টির মুখপাত্র জাবার হামাউদ জাবার আল নওমি বলেন, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি টিকেধারী নয় এমন ফ্যানরাও বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিকে কাতার ভ্রমণ করতে পারবেন। আর সুযোগ শুরু হবে ২ ডিসেম্বর থেকে।’
মন্ত্রণালয়টি জানিয়েছে, ফুটবল ফ্যানদের বিশ্বকাপের আবহ অনুভবের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এখনও কাতার ভ্রমণের জন্য আবেদন করতে দরকার পড়ছে হায়া নামের কার্ডের।