Saturday , December 21 2024
Breaking News

কবিতা

মনের মাঝে তুমি
নজরুল বাঙালি

কি নামে যে ডাকি
কি করে যে বলি
বলছি তোমার
কানে কানে
তোমায় ভালোবাসি ।

টানা টানা চোখ দুটো যে
মনের কথা বলে
দুজনাতে কথা হবে
তোমায় একা পেলে ।

হাসিতে তোমার মুক্তো ঝরে
যেন চাঁদের আলো
একটু যদিবস পাশে
লাগবে তোমার ভালো
একা একা ভাল লাগেনা
মন বসে না কাজে
বলতে পারিনা
অনেক কথা
মরি যেন লাজে ।

কাছে পেলে বলবো তোমায়
মনের যত কথা, মন বলেছে
শুনবে তুমি
দিবে নাকো ব্যথা ।

তোমার কথা মনে হলে কাঁদে যে অন্তর
তোমায় যদি না পাই আমি হবো দেশান্তর।

About Banglar Probaho

Leave a Reply

Your email address will not be published.