Monday , September 16 2024
Breaking News

অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মো. লালন (৩৯)। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকায় তার বাড়ি। বাবার নাম আবুল কালাম। সোমবার রাত ৯টার দিকে মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে গ্রেফতার লালনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

লালন একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানিয়েছে, অস্ত্রসহ আটকের ঘটনায় রাতেই তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

About Banglar Probaho

Check Also

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক পরিস্থিতি

জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশে এক ধরনের অস্থিরতার সৃষ্টি হয়েছে। এটা স্বাভাবিক। ইতোপূর্বে যখনই …

Leave a Reply

Your email address will not be published.